সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা রোববার (৪ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শামিম আহমেদ মুরাদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. অলিদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবীর সরকার, ধর্মপাশা থানার ওসি মো. শামসুর দোহা, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী প্রমুখ।
সব বক্তারা বলেন, ছাত্রদের কোটা আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছেন। আর কোন নাসকতা বা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সকলই সোচ্চার থাকতে হবে।
টিএইচ